প্রত্যেক ছাত্রছাত্রীর একটাই চিন্তা সেটা হলো পরীক্ষা,আর এই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীর  চিন্তা থাকাটাই স্বাভাবিক। তাদের এসব চিন্তাই পরীক্ষায় ভালো রেজাল্ট করার  মূলমন্ত । 

যাদে পরিক্ষা নিয়ে ভাবনা থাকেনা তাদের পরিক্ষা ভালো যায়ার প্রশ্নই আসেনা । কাজেই পরীক্ষা দিতে হলো ভালো পড়াশুনা করা অবশ্যয় দরকার। পরীক্ষায় ভাল রেজান্ট করা সবারি কাম্য। কিন্তু শুধু শুধু পড়ালেখা করে আপনি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করবেন এটা কিন্তু সম্ভব নয়। তার জন্য আপনাকে কিছু কৌশল বা ‘‘strategy” মোতাবেক  পড়তে  হবে। আর এই ৮টি কৌশল নিয়েই আমাদের লেখাটি আপনাদের জন্য তুলে ধরছি-

১ সুবিন্যস্ত করে সাজিয়ে পড়া

পড়া শুরু করার আগে নিজের মনোভাব ও মন ফ্রেশ রাখতে হবে । সুবিন্যস্ত করে সাজিয়ে গুছিয়ে পরতে হবে। নিজের মনের মতো করে পড়াগুলো সাজিয়ে পড়া। কবে কখন কি পড়তে চান তা আপনাকে আগেই রুটিন সাজিয়ে রাখতে হবে। এতে করে আপনার পড়া মনে থাকবে এবং সহজ হবে বুঝতে।

 দেখে লেখার অভ্যাস

আমরা বই দেখে যা পড়ি তা সমস্ত মনে থাকে না । তাই পরীক্ষায় খাতাতে লেখার সময় মনে থাকে না যে এখন কি লেখবো । তবো পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাইলে আপনাকে নির্ভুল ভাবে লেখতে হবে। তাই দেখে লেখে অভাস্ত্য হোন এতো বানান সঠিক ভাবে লেখতে সহজ মনে হবে

 ভুল থেকে শিখুন

ভুল থেকে আপনি যা শিক্ষবেন এটা সারাজিবন মনে থাকবে । এজন্য ‘যেখানে ভুল হলো? কি জন্য ভুল হলো? বুঝতে কোথায় সমস্যা?’ এসব প্রশ্নের উত্তর আপনাকে খোঁজে খোঁজে বের করতে হবে। এসবের উপায় উত্তর আপনার জানা থাকলে আপনি পরিক্ষায় সফল হতে পারবেন

 তিন/চার জনে গ্রুপ করে পড়া

পরিক্ষায় ভালো ফলাফল পেতে চাইলে অবশ্যয় গ্রুপ করে পড়ার প্রয়োজন । এতো পড়ার আগ্রহ বাড়ে ভুলগুলো বের করতে সহজ হয়, উত্তর পেতে সময় লাগেনা। পড়াশুনায় মনোযোগ বাড়ে।

৫ নিয়মিত  ক্লাস করা

পরিক্ষায় ভাল রেজান্ট পেতে নিয়মিত ক্লাস করার প্রয়োজন এতো কঠিন প্রশ্নের উত্তর গুলো স্যারের থেকে বুঝে নিওয়া যায়। এছাড়াও পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এসম্পর্কে বিস্তারিত শিক্ষকরা আলোচনা করেন,  ধারণা দিয়ে থাকেন এবং শিখিয়ে দিন। এজন্য প্রতিদিন ক্লাস করা দরকার, এতে  ক্লাসের লেকচার ফলো করা যায়, সাখে পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়ে ওঠে আরো সহজ।

৬ খাতা নোট করা

পড়ার পাশাপাশি লেখাগুলো নোট করা পরিক্ষায় জন্য বেশ কার্যকর। কারন খাতায় নোট করে পড়তে পারলে হাতের লেখা সুন্দর হয়, এতে পরিক্ষায় লেখতেও ইজি মনে হবে। এতে পরিক্ষার প্রস্তুতি নিতে অনেকটা সুবিধা পাবেন ।

৭ সহজ উপায় অবলম্বণ

লেখাপড়ায় অনেক কিছু বিষয় থাকে যা আপনাকে মুখস্ত না করলে চলবে না। এজন্য আপনাকে মাথায়  টেকনিক রাখতে হবে। এবস টেকনিক আমরা ধীরে ধীরে আমাদের ব্লগে শেয়ার করবো, তাই শিক্ষা সম্পর্কে আবডেট জানতে চোঁখ রাখুন আমাদের বিকল্প উপায় ব্লগে।

৮ লেখা সুন্দরভাবে উপস্থাপন করা

 পরীক্ষার খাতায় সুন্দর করে লেখলে খাতা কাটার সময় স্যার এর দৃষ্টি আকৃষণ হবে, যা বেশি নম্বর পেতে কার্যকরী ।
আপনার প্রস্তুতি অনেক ভালো প্রশ্ন পানির মতন সহজ কিন্তু লেখা নদীর মতো ঢেউ ঢেউ এতো কেনো লাভ নেই । আর পরিক্ষায় সময় টাইম মেইন্টেইন করে লেখা খুব ভালো।